রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১

পূরবী~ ৬৬ || অভিজিৎ চৌধুরী || Purabi- 66

 পূরবী~ ৬৬

অভিজিৎ চৌধুরী


তুমি এতো ভালো লেখো বউঠান!
না,আমি লিখব না।তুমিও আমাদের কথাগুলি লিখবে না।
তুমি কি চাও না সবাই আমার লেখা পড়ুক!
চাই না।তুমি শুধু আমার জন্য লিখবে।
একবার বাইরে তাকাল তীর্থ। আশ্বিন আসতে দেরী নেই।চমৎকার রোদ্দুর,চড়াই।আকাশে মেঘমল্লার।রাতে চাঁদ।কেউ দেখুক না দেখুক হয়েই চলেছে চালচিত্রের নানান বিভা।সে যেন এক নারী।তার কোন পরিণয় হয় না।ব্যক্তিগত ভালোবাসা হয় না।সে কারুর নয়।
প্রকৃতি কি সংসার করতে চেয়েছিল! কার সঙ্গে!  নদী না পাহাড়ের সঙ্গে!
পাহাড়ের সঙ্গেই হয়তো! পাহাড়ের কি সুন্দর বাইসেপস।সুঠাম।কতো নারীর সঙ্গ সে পেয়েছে।
নদী এসব জানে।সে বয়ে চলে জলরোল তুলে।চাঁদ তার বুকে বিম্ব উঠলে অপরূপ লাগে।
বউঠান,তোমারনকি হয়েছে! দাদার খুব মন খারাপ।
অমল,চলে গেছে চারু।ভূপতি বললেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...