নীলিমা সাহা-র আটপৌরে ৩১৯-৩২১
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 319-321,
নীলিমা সাহার আটপৌরে
৩১৯)
সুদীর্ঘপথ।রঙিনট্রেন।পাঁচমুখে
স্বপ্নতাড়িতমন
অতিজীবিতের মতো জেগে থাকে
৩২০)
নতুন দিনের খোঁজে
নারীমনন
নিদ্রাশেষে সভ্যতার সেই জান্তব-অস্তিত্ব
৩২১)শারদ-আকাশ <মেঘরৌদ্র> লুকোচুরি
জীবনেরও
গোরস্থান--প্রতিদিনই জন্মদিন মৃত্যুদিন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন