নীলিমা সাহা-র আটপৌরে ৩০৪-৩০৫
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 304-305,
নীলিমা সাহার আটপৌরে
৩০৪)
ভরাকুসুমসুবাস লিপ্সাঘন ক্লান্তিঘাম
পর্ণমোচীগানে
পৃথিবীর দিনগুলি গল্পেগল্পে আত্মবৃত্ত
৩০৫)
কাকভোর থেকে কাকসন্ধ্যা
দৌড়
পুণ্যপাপ বেসামাল বিপন্ন তৃষ্ণায়
৩০৬)একের ভেতর বহুছবি
সমপ্রজাতি-সম্পর্কিত
তবু ভিন্ন ধারায় বয়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন