নীলিমা সাহা-র আটপৌরে ৩০১-৩০৩
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 301-303,
নীলিমা সাহার আটপৌরে
৩০১)
শব্দ > ধ্বনি < প্রতিধ্বনি
ভয়
মুখোমুখি বসে বিশ্বাস অবিশ্বাস
৩০২)
আবাসন বহুতল, বাসনা
আকাশছোঁয়া
ক্রমশ পলায়মান বাঁকা রোদ্দুর
৩০৩)
আমার আমিরাই অপর্ণা
সুপর্ণা পর্ণা অর্পণ
অথচ কেউই নয় সম্পূর্ণা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন