নীলিমা সাহা-র আটপৌরে ২৯২-২৯৪
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 292-294,
নীলিমা সাহার আটপৌরে
২৯২)
ঘুম আর নিশ্চিন্তিপুর
মাঝে
জাগরূক কয়েক ছিলাম সংসার
২৯৩)
মানবতার কৃত্রিম আলো
দপদপ
কথাবহ মেগাসিটি,চুপমনে অনুভূত
২৯৪)
ঝোলাব্যাগ থেকে পান্ডুলিপির
উঁকি ...
মহাকালের কলতলায় অজস্র কোলাজ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন