নীলিমা সাহা-র আটপৌরে ২৮৬-২৮৮
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 286-288,
নীলিমা সাহার আটপৌরে
পিলপিল সময় অনন্তবহতা
ঘুম-শরীরে
শব্দ ডাকতেই হৃৎপিণ্ড বাজে
২৮৭)
অভ্যাসের পা , শুধুই
খোঁজখোঁজ
পথ নেই,তবু চলা...
২৮৮)
সুকথা-দুঃকথায় বিতর্কের সাতপাঁচরং
বরং
একলার কথা ফিরে দ্যাখে নয়াদিন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন