নীলিমা সাহা-র আটপৌরে ২৮০-২৮২
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 280-282,
নীলিমা সাহার আটপৌরে
২৮০)অলক্ষে শরৎ আসে
নতুন
রোদরং,তবু অঝোর-কান্না আকাশে
২৮১)খঞ্জ অন্ধ বধির
সান্ধ্যবাতাস
অন্ধকার বারবার অভিনীত হয়
২৮২)এবার জানালাও বেদখল
সিঁড়িও
নামায়,গ্রাউন্ড-ফ্লোরে দুরারোগ্য স্বরক্ষেপ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন