নীলিমা সাহা-র আটপৌরে ২৭৪-২৭৬
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 274-276,
নীলিমা সাহার আটপৌরে
২৭৪)
আকণ্ঠপাঁকেই অমূল্য পঙ্কজ
ওম্-ছড়ানো
শারদীয় অর্ঘ্য, বয়ে যায় ভাদইনদী
২৭৫) মল্লভূমে শরৎ,জাগানিয়া-মন্ত্রে
যোদ্ধা
পড়ন্ত-বিকেল-পায়ে আশ্বিণ হেমন্তপানে
২৭৬) শিউলি +পদ্ম=শরৎ!
আগমনী-বার্তায়
কী আসে যায় বানভাসিমনের!!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন