নীলিমা সাহা-র আটপৌরে ২৬৫-২৬৭
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 265-267,
নীলিমা সাহার আটপৌরে
২৬৫) নাট্যশালা, নিরবধিকাল নট-বদল
পথিকের
প্রাপ্তির মধ্যে এটিই লব্ধ-জ্ঞান
২৬৬) প্রত্যহ অব্যক্তের ক্রুশকাঠ
প্রত্যহ
স্বাধীনতা নিজেই নিজের বিরুদ্ধে
২৬৭)
মহম্মদের ঝুলন্ত সমাধি...
তামাটেরোদ
অস্নাত মেয়েদের ঘর পোড়ায়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন