নীলিমা সাহা-র আটপৌরে ২৬২-২৬৪
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 262-264,
নীলিমা সাহার আটপৌরে
২৬২)
ঝুপড়ির জন্মবৃত্তান্ত...আটপৌরেজীবন
বর্ষাপরাগ
দগ্ধ পান্ডুলিপির হাতে জল-আগুনকথা
২৬৩)ঋতুবাতাসে খেলে ভাদুবিসর্জনব্রত
ভূর্জপত্রজুড়ে
অশান্ত জবাকুসুম,প্রাচীন বিষাদ
২৬৪)সকালের সাদা হাত
অকালবিরহ
হয়ে ধায় বেলার ছায়ায়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন