নীলিমা সাহা-র আটপৌরে ২৪৪-২৪৬
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 244-246,
নীলিমা সাহার আটপৌরে
২৪১)
দুয়ার জুড়ে সমকাল
অসম্ভবের
মেঘ ছুঁয়ে পরাধুনিক জানালা
২৪২) সন্ধিপত্রের শর্ত ধরেই
ক্ষুধার্ত-মলাটে
জীবন বয়ে চলে উপন্যাস
২৪৩) বৃষ্টি বোনে যন্ত্রণার
বীজ
তাতেই তবু আভৌম সমর্পন
২৪৪) কাবুল কান্দাহার হিন্দুকুশ
স...ব
নিরালোক তাঁতঘরে নিরুপায় কবুলিয়তপাঠ
২৪৫) সময় ও অবচেতন
স্বাধীনতাহীনতায়
অশ্রুতে মুখ রেখে অশ্রুহীন
২৪৬) তোমার আমার স্তব্ধতা
ভাষাহীন
নির্জন ডায়েরি লেখে আরেক-জীবনের
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন