নীলিমা সাহা-র আটপৌরে ২৪১-২৪৩
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 241-243,
নীলিমা সাহার আটপৌরে
২৪১)অলিখিত যত পতন
বৃক্ষপত্রপতনের
আর্তনাদ জড়িয়ে ধরে অনুভবে
২৪২) কোরিওগ্রাফার, মঞ্চদৃশ্যে তোমারই
অনুগামী
স...ব--এই রিয়েলিটি সন্ধ্যাও
২৪৩) তবু উৎসব, উদার
শিউলি-সুবাস !
অলীক আলোয় ক্রন্দসী তট
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন