বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১

চ্যাট[mode]~এবং || পৌলমী ভট্টাচার্য্য

 চ্যাট[mode]~এবং

পৌলমী ভট্টাচার্য্য




১]  


আলগোছে আঁচল || গোপন   অ্যালিটারেশন 

(কবিশব্দ)  ~ তরঙ্গে অতিবাহিত 

মননে (উষ্ণ) ভাবাবেগ

 বৈকালিক  ( আমন্ত্রণ) জলজ শয্যায় 


২] 


একাদশীর রক্তক্ষরণ ~ কনিষ্ঠার ব্যাকুলতা 

ভিজে কণীনিকা || একলা চিলেকোঠা 

সমান্তরাল পাটাতন ~ জন্ম দূরত্ব 

বাসর শয্যা  || ( অন্তরঙ্গতায় অন্ত্যমিল) 

নিরক্ষর মস্তিষ্ক  || বোবা সমাজ


৩]


মধ্যমার মালভূমি ~ ক্ষয়িষ্ণু তৃষ্ণা 

( রুক্ষ ) ওষ্ঠ বিভাজিকা ||  নির্লিপ্ত (বোধাঙ্কুর) 

প্রাক্ কনিষ্ঠা সন্ত্রস্ত  ~  ( নববঁধূর কপোলে শুক্লা ত্রয়োদশী  ) 

অলক্ত আকাশ  || ( মগ্ন কবির শব্দ সহবাস)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...