কোল উপজাতি হো ভাষার লিপির আবিষ্কারকের জন্ম দিবস উদযাপন ৷৷ সংস্কৃতি সংবাদ
আজ (১৯\৯\২০২১) সকাল ১০ টায় পশিচ্ম মেদিনীপুরের ডেবরা ব্লকের গোলগ্রাম হাইস্কুল ওডিটরিয়ামে কোল উপজাতি হো ভাষার লিপির আবিষ্কারকের জন্ম দিবস উদযাপন হলো। উনার পটের চিত্রে পুজো করে আনুষ্ঠানিক উদ্বোধন করলেন অতিথীরা। সাগত ভাসন দেন সম্পাদক মানস সিং পূর্তি। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ প্রসেনজিতদেব বর্মন প্রাক্তন পশ্চিমবঙ্গ সরকারের সি. আর.আই এর অধিকর্তা । ঝাড়খণ্ড রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মধু কোড়া, এম. পি গীতা কোড়া, সমাজ কর্মী ঝর্না আচার্য, লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতির গবেষক দীপঙ্কর ঘোষ, পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বিরসা তীরকে, আদিম জনজাতিদের গবেষক ও সমাজকর্মীডঃ শান্তনু পাণ্ডা, কোল/হো সমাজ হায়াম সানগম সোসাইটির রাজ্য সম্পাদক বীরেন তুবিদ ও সভাপতি কার্তিক বাঅঁদা।
হো ভাষায় লেখা কার্তিক বাঅঁদার একটি সাংস্কৃতিক বই অনুষ্ঠানিক প্রকাশ করেন মধু কোড়া মহাশয়।
উদ্বোধনি নিজস্ব নাচের মধ্য দিয়েই শুরু হয়েছিল।
মুল বার্তা ছিল কোল তথা হো ভাষা যাতে হারিয়ে না যায় ও সরকারি তপসিলি জাতিভুক্ত করা যায় তার জন্য এই প্রচেষ্টা। কোল তথা হো ভাষার জাতিগত সংশাপত্র, সাহিত্য, সংস্কৃতি ভাষা যাতে হারিয়ে না যায় এটা ছিল আনুষ্ঠানের মুল বার্তা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন