ত্রিনভের জন্মদিন পালিত হলো প্রান্তিক পরিবারের শিশুদের সাথে.......
সংস্কৃতি সংবাদ
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর......চেনাছকের বাইরে গিয়ে পালিত হলো জন্মদিনের অনুষ্ঠান। মেদিনীপুর শহরের শরৎপল্লীর ডাকবাংলো রোড়ের বাসিন্দা চন্দ্রকোনা জিরাট হাইস্কুলের শিক্ষক অর্ণিবাণ দাস ও তাঁর স্ত্রী গৃহবধূ সুপর্ণা দাসের একমাত্র ছেলে ত্রিনভের জন্মদিন ছিল বৃহস্পতিবার। এদিন পাঁচবছর পূরণ করে ছ'বছরে পা দিলো "কিডজী" স্কুলের জুনিয়র কেজির ছাত্র ত্রিনভ। ছেলের পাঁচ বছর পূর্তির এই জন্মদিনটা একটু অন্যভাবে পালন করলেন দাস দম্পতি। এদিন দুপুরে ত্রিনভের জন্মদিন উপলক্ষ্যে মেদিনীপুর শহরের পাথরঘাটা এলাকার প্রান্তিক পরিবারের কিছু শিশুর সাথে ত্রিনভের জন্মদিনের আনন্দ ভাগ করে নিলেন দাস পরিবার। এই উপলক্ষ্যে উপস্থিত শিশুদের হাতে কিছু উপহার সামগ্রী তুলে দিলেন ত্রিণভ ও ত্রিনভের বাবা-মা। পাশাপাশি ছিল কেক কাটা ও খাওয়া দাওয়ার আয়োজন। দাস পরিবারের আমন্ত্রণে সাড়া দিয়ে এদিনের ঘরোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, শিক্ষক ফায়সাল হোসেন, দাস পরিবারের শুভানুধ্যায়ী অনির্বাণ চৌধুরী,সৌরভ চৌধুরী প্রমুখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন