শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১

আটপৌরে কবিতাগুচ্ছ ~ ২৩/৩ || "আই-যুগ"-এর কবিতা দেবযানী বসু || Atpoure poems 23/3 Debjani Basu

 আটপৌরে কবিতাগুচ্ছ ~ ২৩/৩ || "আই-যুগ"-এর কবিতা

দেবযানী বসু || Atpoure poems 23/3 Debjani Basu




 আটপৌরে ২৩/৩


১. ট্যাপের জল খুলে করুণাধারা

ক্ষয়া-মাদারবোর্ড । গৃহিণী-বোর্ড। বেহালা।
        খেয়ালি-পথের
বাঁকে মিলিয়ে দেবার আশা-উদ্দেশ্য।

২. মনচলি সংকেত

ক্ষণিক-ডোবা। ক্ষণিক-ভাসা। মাণিক-ভাষা।
               ঝাঁপান
মনযাতনাতে কেঁউ কেঁউ আওয়াজ একটানা।

৩.অবুঝ লাইকের অগাধ পানি

দেশব্রতী। প্রতাপ-জন। হুংকারদেব।
              করোনা
দিশেহারা লেজে দেয় মোচড়।

 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...