আটপৌরে কবিতাগুচ্ছ ~ ২১/৬ || "আই-যুগ"-এর কবিতা
দেবযানী বসু || Atpoure poems 21/6 Debjani Basu
আটপৌরে ২১/৬
১. পরিণতিটা সুতো ছাড়ে
উচ্চচাপ। পরিবেশ। বৃক্কস্নায়ু ।
নীরবতা-চাপ
পালন করে মেটামরফসিস উৎসব।
২. কলসি উদ্ভিদ আমাকে লুকিয়েছে
মাথাব্যথা। কোমরব্যথা। হৃদয়ব্যথা।
ছায়াছবি
গাছরাক্ষস ক্ষেপে উঠলে তোলপাড়।
৩. চিরুনিটা আমার মতোই
কলাগাছ । বটগাছ। নন্দিনীগাছ।
প্রতিক্রিয়া
জানায় ভাঙা আশ্রয় জড়িয়ে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন