আটপৌরে কবিতাগুচ্ছ ~ ২০/৬ || "আই-যুগ"-এর কবিতা
দেবযানী বসু || Atpoure poems 20/6 Debjani Basu
আটপৌরে ২০/৬
১. পায়ে পায়ে গ্ৰেটার দ্যান লেসার দ্যান
সিংহযুদ্ধ। সিংহবক্সিং। কসরৎ।
বক্সিংবাগান
হুলুস্থুল মুক্তিপিপাসু উভয়ের দ্বন্দ্ব।
২. সোনার হাত অক্ষদন্ড নিয়ে খেলে
স্বর্ণমায়া। পরায়াহাত। আক্ষেপ।
ঘরোয়াহাতে
চাহিদার চাঁচি খুটছে মাছি।
৩. উপদেশ ফরমালিনে চোবানো
হিমবাহ। বুলবুলি। আলোমন।
ঘাড়ে
বন্দুক হেঁটে যাচ্ছে নিঃশর্তে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন