আটপৌরে কবিতা ৯৮৫ -৯৮৭ || অলোক বিশ্বাস Alok Biswas || "i-যুগ"-এর কবিতা || Atpoure poems: 985- 987
আটপৌরে কবিতা : অলোক বিশ্বাস
৯৮৫.
প্রতিদিন দুঃখের সংবাদ।
কেউ-না-কেউ
পশ্চিমে ঢলে পড়ছে কিছু-না-জানিয়ে
৯৮৬.
এটা-সেটায় জাদুভাষা থাকে।
দুঃখের
কোনো বিমূর্ত জাদুভাষা নেই।
গতকাল রোদ্দুর পাঠিয়েছিলে।
অকস্মাৎ
আজ আলোতেই চিরবিদায় নিলে।
দুঃখ নির্ভেজাল অনুভূতি।
উত্তরমুছুন