শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১

আটপৌরে কবিতা ৯৫৮ -৯৬০ || অলোক বিশ্বাস Alok Biswas || "i-যুগ"-এর কবিতা || Atpoure poems: 958- 960

 আটপৌরে কবিতা ৯৫৮ -৯৬০ || অলোক বিশ্বাস Alok Biswas || "i-যুগ"-এর কবিতা || Atpoure poems: 955- 957




আটপৌরে কবিতা : অলোক বিশ্বাস

৯৫৮.
শহরের রাস্তায় কথপোকথনে
ভূত।
ক্রেতা বিক্রেতার ভেতরে ভূত।
৯৫৯.
দ্রুতগামী ট্রেন। দ্রুতগামী
বাস।
ভৌতিকভাবে অদৃশ্য হয়ে যায়।
৯৬০.
কতোটা গভীর ভালোবেসেছিলে
বাস্তবকে।
মুহূর্তে ভৌতিক হলো ভালোবাসা।

1 টি মন্তব্য:

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...