শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১

আটপৌরে কবিতা ৯৩৪-৯৩৬ || অলোক বিশ্বাস Alok Biswas || "i-যুগ"-এর কবিতা || Atpoure poems: 934- 936

 আটপৌরে কবিতা ৯৩৪-৯৩৬ || অলোক বিশ্বাস Alok Biswas || "i-যুগ"-এর কবিতা || Atpoure poems: 934- 936




আটপৌরে কবিতা : অলোক বিশ্বাস

৯৩৪.
শব্দ আমাদের বন্ধুকর্মী।
শব্দকে
কতোভাবে আমরা রঙিন কোরছি।
৯৩৫.
ফসল রঙের শব্দ।
এইসব
শব্দে বাসা গড়ি এসো।
৯৩৬.
আমার প্রিয় শব্দের
ভিতরে
সমস্ত মহাদেশ আঁকা আছে।

1 টি মন্তব্য:

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...