Z - চেতনার কবিতা || অরুণ দাস
......
Z - চেতনার কবিতা
..............................
সাতচল্লিশ .
নির্জনতা
শূন্য হাতে
ফেরায়নি
কাউকে
রাত
সাজিয়ে রাখে
অন্ধকারের রঙ
আজ
উদাসী লতায়
লুকোনো স্বপ্ন
সবুজ
চমৎকার চাঁদের মাঝে
অগুনতি তারা
রহস্য জ্যোৎস্নায় নগ্ন রং
ফেলে গেছে কারা .....
.................
পায়ে পায়ে লিখে রাখি
ইতিহাস
অসংখ্য তারার রাত
তোর নীরব নির্জন অভিমান
মৃত্যুর গভীরে লেখা গোপন
প্রাণ ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন