বুধবার, ৪ আগস্ট, ২০২১

Z - চেতনার কবিতা || অরুণ দাস, Z-Poems, Arun Das ......

 Z - চেতনার কবিতা || অরুণ দাস, Z-Poems, Arun Das

......



Z - চেতনার কবিতা

.............................


পঞ্চাশ .



আজ নীল জলের মায়াবী মেঘে লিখে রাখি স্নিগ্ধ স্বপ্ন ৷ পড়ন্ত শরীরের স্বপ্ন ছুঁয়ে যাওয়া পাখিদের৷

মোহময় গোধূলি মেখে থাকা তোর      দুচোখ ৷ নিভৃতে শুষে নিই শান্ত সূর্য ৷ সূর্যাস্ত মাখা লাল সমুদ্র ৷

এক চুমুকেই চিনে ফেলি দূর তারাদের   চিঠি ৷ নোনা ঢেউ-এর হাতছানি ৷ সরলরেখা ছুঁয়েছে যে সবুজ, সৈকত মেখে থাকা সন্ধ্যেতে ৷

....................


চূর্ণী , তোর মেঘরঙ চুলের ঢেউ-এ হারিয়ে যাই নিভৃতে ৷

.....আজ বৃষ্টি নামুক অক্ষরে অক্ষরে ৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...