মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১

Z - চেতনার কবিতা || অরুণ দাস, Z-Poems, Arun Das

  Z - চেতনার কবিতা || অরুণ দাস, Z-Poems, Arun Das

......



Z - চেতনার কবিতা


Z - চেতনার কবিতা

..............................



ঊনপঞ্চাশ .


সে সব অবৈধ রাতের কথা 

                                  বলি

কৃষ্ণ আছে বলে তুমি

                         কৃষ্ণকলি ৷

........................


বৃষ্টি বললো :

আমার মধ্যে বয়ে চলা নদীটিকে দেখ ৷ সূর্যহীন তাঁবুর মাঝে তার জীবনযাপন ৷


ঝিঁঝিঁ পোকারা সাম্লে নেয় খরস্রোতা রাত ৷ চাঁদের আলো চুঁইয়ে পড়া জঙ্গলে ৷ আমার শব্দহীন শব্দেরা নিঃশব্দে শিখে নেয় বৃষ্টিহীন আদর ৷


বৃষ্টি বললো :

এই দেখ কেমন মেঘ হয়ে উড়ে যাই শীতল মনে ৷ পাহাড়ী ঝরনায় ছুঁয়ে ফেলি রঙ বেরঙের পাথর ৷ ঝুলন্ত রাতে শীত হয়ে ঢুকে পড়ি তোমার অজানা ঘুমের দেশে ৷


ভেঙে ফেলি সৌন্দর্য ৷ অবৈধ ছায়ালাপ ৷ রাতের শিশিরস্নাত

রোদনারীদের সাথে ৷ কারা যেন ফুল কুড়োতে গিয়ে মৌমাছি রঙে ডুবিয়েছে আঁচল ৷ সে ভাষার কোনো বর্ণ নেই ৷ শুধু বর্ণহীন শীতালাপ ৷ চাঁদের জল ঝরে পড়ে নীল ঝরনায় ৷


বৃষ্টি বললো :

এই যে অবোধ অন্ধকারে হাঁটাপথ ৷ এ সম্পর্কের কোনো নাম নেই ৷ সত্য স্বপ্নের কাছে হেরে যায় ভীতু সোহাগই ৷ আদর বাতাসে ছুঁয়ে ফেলি অবৈধ আঁচল ৷


এই নদীর যেন শেষ নেই ৷ শেষ হতে নেই ৷ হেঁটে চলা পাগল ঢেউ-এর মাঝে ৷ বৃষ্টিহীন বৃষ্টিভেজা বুনো জ্যোৎস্নার অন্ধকারে ৷ সবুজ আদর খুলে ফেলি নীল শরীরের বাঁকে ৷ 

এক চুমুতেই শিখে ফেলি সূর্যাস্ত থেকে সূর্যোদয় ৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...