রবিবার, ৮ আগস্ট, ২০২১

কবিগুরু স্মরণে সংকল্প ফাউন্ডেশন, সংস্কৃতি সংবাদ, Sankalpa Foundation

কবিগুরু স্মরণে সংকল্প ফাউন্ডেশন, সংস্কৃতি সংবাদ



আজ বাইশে শ্রাবণ(৮/০৮/২০২১)সকাল দশটায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে সংকল্প ফাউন্ডেশন এর পক্ষ থেকে মেদিনীপুর শহরের পঞ্চুর চকে  রবীন্দ্রনাথ ঠাকুরের পাদদেশে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হলো এবং রবীন্দ্র স্মৃতি মন্দিরে কবিগুরুর কে মাল্যদান করা হয়। সংগঠনের পক্ষ থেকে ভাষণ দেয় ডিরেক্টর ডঃ শান্তনু পান্ডা,রবীন্দ্রনিলয় সমিতির সম্পাদক মাননীয় লক্ষন চন্দ ওঝা মহাশয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উনি রবীন্দ্রনাথ এর স্মৃতি চারণ করেন এবং সংকল্প ফাউন্ডেশনের এই উদ্যোগ কে সাধুবাদ জানান।এছাড়া উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা গোপাল সাহা, পিন্টুসাউ,মন্টু সাউ , রাকেশ দাস,দীপেশ দে, অরীত্র দাস, অর্নব পাএ, অনীশ সাউ ও সম্পাদিকা পারমিতা সাউ। অনুষ্ঠান শেষে সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী ও সদস্য  দীপেশ দে ও সদস্যবৃন্দ। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...