৭৫তম স্বাধীনতা দিবসে - 'সমিধ' প্রকাশ || সংস্কৃতি সংবাদ, Samidh
আজ রবিবার, ১৫ই আগষ্ট, ২০২১, ৭৫তম স্বাধীনতা দিবসে - 'সমিধ' প্রতিমাসে:৯, এই সংখ্যার কবি রাজন গঙ্গোপাধ্যায় শির্ষক পত্রিকাটির মলাট উন্মোচন হল- বহরমপুর টেক্সটাইল মোড় নিকটস্থ চতুষ্কোণে। সচরাচর এই অনুষ্ঠানটি প্রতিমাসের ২য় রবিবার হয়ে থাকে- আমাদের প্রিয় কবি নাসের হোসেন নামাঙ্কিত নন্দনকাননে, যা বৃষ্টির জন্য এবারে চতুষ্কোণে অনুষ্ঠিত হল।
সম্পাদক সমরেন্দ্র রায়ের নিরলস একনিষ্ঠতা এই কোভিড-১৯ পরিস্থিতিকে 'থাম্বস আপ' দেখিয়ে, সমস্ত সরকারি নিয়ম কানুন মেনে নিরবিচ্ছিন্নভাবে প্রকাশ হয়ে হলেছে।
এছাড়াও এই সংখ্যায় লিখেছেন-
প্রভাত চৌধুরী নিখিলকুমার সরকার সমীর ঘোষ সন্দীপ বিশ্বাস দ্বীপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় রাজর্ষি মাইতি অভিজিৎ রায় আমিনুল ইসলাম হাসি খাতুন হরিৎ বন্দ্যোপাধ্যায় নুর মহম্মদ রূপালি বেগম অর্ঘ্যকমল পাত্র মাজরুল ইসলাম গোপাল বাইন প্রদীপ কুমার পাল প্রসাদ কুমার বাগচী সুশান্ত বিশ্বাস সুদেষ্ণা দত্ত সাহা চিত্রা দত্ত তাপস সরখেল
আনন্দ মার্জিত বিপ্লব দত্ত ও সঞ্জয় কর্মকার।
- আমিনুল ইসলাম
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন