পূরবী~ ৬১ || অভিজিৎ চৌধুরী
Purabi~ 61
একবার কলিকাতায় ডেঙ্গু জ্বরের তাড়নায় আমাদের বৃহৎ পরিবারের কিয়দংশ পেনেটিতে ছাতুবাবুদের বাগানে আশ্রয় লইল।আমরা তাহার মধ্যে ছিলাম।
তীর্থের মনে পড়ে, রবীন্দ্রনাথ লিখেছিলেন,গঙ্গার তীরভূমি যেন কোন পূর্ব জন্মের পরিচয়ে আমাকে কোলে করিয়া লইল।
ওপারে কোন্নগরের বারোমন্দির ঘাট থেকে অচেনা,রহস্যময় লাগত ছাতুবাবুদের সেই পেনেটির বাগান বাড়ি।
ওপারের তটরেখা বৃষ্টির
জলে ঝাপসা হলে মনে হতো কেউ যেন চোখের জলে বিদায় গ্রহণ করল।
বিশেষ করে যেদিন ভাসান হতো।ছুটির দিনের বাঁশির সুর ফুরিয়ে গিয়ে হেমন্তের নির্মোহ আবরণ ডাক দিত।
যাওয়ার বেলায় শেষ প্রণতি জানাবার আগে ভালোবাসা শব্দটা শুধু বলে আমি তো জীবন ভর নানা রূপে তোমার কাছে এসেছি।
সেই নীলকণ্ঠ পাখি জীবনভর তীর্থকে ডেকেছে।খেলার সঙ্গী বলেছে আর একটু এগুলেই রাজার ঐশ্বর্য।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন