নীলিমা সাহা-র আটপৌরে ১৫৭-১৫৯
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems
নীলিমা সাহার আটপৌরে
১৫৭) অসহায় আজও মানবতা
অন্ধকার
খায় মেধা-বোধ হাড়গোড় পথঘাট
১৫৮) পরীক্ষা-প্রহসনের উন্নত গ্রীবা
অলীক-ডানার
আত্মগোপন,হায় জাদু-বাস্তবতা প্রভুত্ববাদ
১৫৯) সৈকতজুড়ে কাঁকড়াদের বালিখেলা
অ্যানিমেশনে
ফুটে ওঠে দ্রোহের আগুন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন