নীলিমা সাহা-র আটপৌরে ১৫৪-১৫৬
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems
নীলিমা সাহার আটপৌরে
১৫৪) ক্ষমতা < ব্যবহার----অপব্যবহার
দোলে
আপন হাতের দোলন খেলায়
১৫৫) ভূগোল-গর্ভে যত কয়লাখাদান
ইতিহাস
লিখতে থাকবে সময়ের অঙ্ক
১৫৬) মেঘের আড়ালে মেঘনাদ
গুরুগর্জন
নিরবধি প্রতিবাদ আর ধমকানি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন