নীলিমা সাহা-র আটপৌরে ২২৬-২২৮
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 226-228,
নীলিমা সাহার আটপৌরে
২২৬)
অন্ধকারে ভাসমান সেই ডেথ-সেনটেন্স চির-পরিচিত
রাস্তার দিকে তাকিয়ে মন খারাপ
২২৭)
নিয়ত যুদ্ধেই আছি
পদবীবিহীন
দারিদ্র ও শিকার শূন্যপুরসাকিন
২২৮)
পাখির উড়ান আকাশজুড়ে
স্থবিরসূর্যাস্ত
পলায়ন,অন্বেষণ না আসক্তিগভীর
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন