নীলিমা সাহা-র আটপৌরে ২২০-২২২
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 220-222,
নীলিমা সাহার আটপৌরে
২২০)
দুয়ারে কি মেঘ!
বিকটগর্জন
খুন হৃৎপিণ্ড! স্মরণীয় গণতন্ত্র
২২১)সঙ্গম এবং সুখ
আনন্দবাজার
যুগান্তরে বহমান অতৃপ্ত কামনা
২২২)ক্রীড়া ক্রীড়নক ক্রীড়াঙ্গন
ক্রীড়ায়ন
প্রতিযোগিতায় ক্রমশ প্রতিবাদী মুখ
কবির পরিণত চিন্তার কাছে বসি।
উত্তরমুছুন