নীলিমা সাহা-র আটপৌরে ২১৭-২১৯
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 217-219,
নীলিমা সাহার আটপৌরে
২১৭)
সত্যমশিবমসুন্দরম্ আনন্দম্ আনন্দম্
নির্মমসত্য
আলেখ্য জ্বলে খাঁচায় খাঁচায়
২১৮)তড়াস জ্বরাতুর সান্দ্র-সন্ধ্যা
অভিমানী
আকাশে নৃসিংহতুল্য বৃষ্টির ছায়াঅবয়ব
২১৯) ভাদ্রের জলধারা উতলবিহ্বল
অবোধ-পুকুর
ভাঙাচোরা ছায়ায় যাতায়াত বকুলহাওয়া
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন