নীলিমা সাহা-র আটপৌরে ১৮৭-১৮৯
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems 187-189,
নীলিমা সাহার আটপৌরে
১৮৭)
জলতরঙ্গের হাসি আর
বাতাসের
চপলতা--রক্ত-কোষে নাচে জন্মমৃত্যু
১৮৮)
জন্মদিন মৃত্যুদিনের দিকেই
অক্ষর
লেখে নবজন্ম,জনমের ঋণ
১৮৯)
ছাতায় কীভাবে ধরবে
ঝড়ের
জীবনী,শিমুলতলায় ওড়ে বরাভয়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন