বুধবার, ১৮ আগস্ট, ২০২১

*মেয়ের জন্মদিন উপলক্ষ্যে বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রীকে হুইল চেয়ার প্রদান, সংস্কৃতি সংবাদ, Midnapore

 *মেয়ের জন্মদিন উপলক্ষ্যে বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রীকে হুইল চেয়ার প্রদান, 

সংস্কৃতি সংবাদ, Midnapore



নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর ৷৷  নিজেদের কন্যার জন্মদিন উপলক্ষ্যে এক বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রীর পাশে দাঁড়ালেন মেদিনীপুর শহরের কোতবাজার এলাকার বাসিন্দা এক দম্পতি। স্বেচ্ছাসেবী সংগঠন "ইচ্ছেডানা"-এর সদস্যা সুতপা সাহা ও ব্যবসায়ী অর্ণিবান সাহা'র কন্যা  মাধুর্যের ১৬ তম জন্মদিন ছিল সোমবার।সেই উপলক্ষ্যে বুধবার সাহা পরিবার ও ইচ্ছেডানা সংগঠনের পক্ষ থেকে মেদিনীপুরে শহরের হবিবপুর  সরস্বতী বিদ্যামন্দির হাইস্কুলের  ক্লাস সেভেনের  দুঃস্থ ও বিশেষ চাহিদা সম্পন্ন  ছাত্রী নম্রতা কর্মকারকে একটি হুইল চেয়ার উপহার হিসেবে তুলে দেওয়া হয়। হবিবপুর সরস্বতী বিদ্যামন্দির হাইস্কুল প্রাঙ্গণে আয়োজিত এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মালা মজুমদারসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মী বৃন্দ। ইচ্ছেডানা সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভানেত্রী সঙ্ঘমিত্রা জানা, সম্পাদিকা সুস্মিতা কুণ্ডু সহ-সভাপতি গৌতম দেব, কোষাধ্যক্ষা জয়িতা জানা, সুতপা সাহা, মাধুর্য সাহা, ভারতী দেব,সুব্রত দাসসহ অন্যান্য সদস্য ও সদস্যা বৃন্দ। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মালা মজুমদার ,জন্মদিন উপলক্ষ্যে মাধুর্যের হাতে চকোলেট তুলে দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর সাথে সাথেই সাথে নম্রতা'র হাতেও চকোলেট তুলে দিয়ে আশীর্বাদ করেন। পাশাপাশি বিদ্যালয়ের তরফে প্রধান শিক্ষিকা, এই মানবিক প্রয়াস গ্রহণের জন্য সাহা পরিবার  ও ইচ্ছেডানার সকল সদস্য-সদস্যাদের ধন্যবাদ জানান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...