পাটাশোলে বৃক্ষরোপণ ও শিশুদের স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচি || সংস্কৃতি সংবাদ
নিজস্ব সংবাদদাতা,কুলটিকরি,ঝাড়গ্রাম,ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কুলটিকরির কে ওয়াই এফ সি এ ক্লাব ও সবুজের পাঠশালার যৌথ উদ্যোগে এবং ড.রেড্ডি'স ল্যাবেরোটির সহযোগিতায় কুলটিকরির পাটাশোলে বৃহস্পতিবার বিকেলে তিনশো চারাগাছ রোপণ করা হয় এবং পাটাশোলে করোনা আবহে চালু হওয়া "সবুজের পাঠশালা"র প্রায় ১২০ শিশুর দাঁতের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। উপস্থিত ছিলেন বনসৃজনের কুলটিকরী মডেল মূখ্য উদ্যোক্তা প্রাক্তন শিক্ষক গৌরসাধন দাস চক্রবর্তী, প্রাক্তন শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবী সর্বেশ্বর মহাপাত্র , বিশিষ্ট সমাজকর্মী ঝর্ণা আচার্য ,কে ওয়াই এফসি এ ক্লাবের সেক্রেটারি চন্দন কুণ্ডু সহ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিগণ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন