মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১

চারটি সংগঠনের উদ্যোগে ঘাটালে‌ ত্রাণ বিলি ৷৷ সংস্কৃতি সংবাদ, Ghatal

 চারটি সংগঠনের উদ্যোগে ঘাটালে‌ ত্রাণ বিলি 

সংস্কৃতি সংবাদ, Ghatal



নিজস্ব সংবাদদাতা,ঘাটাল ৷৷ চারটি স্বেচ্ছাসেবী সংগঠনের সম্মিলিত প্রচেষ্টায় মঙ্গলবার ত্রাণ বিলি হলো ঘাটাল মহকুমার সুলতানপুর এলাকায়। মঙ্গলবার ঘাটালের সুলতানপুর এলাকায় ত্রাণ বিলি হলো "ছত্রছায়া গ্রুপ",উড়ান পিপলস্ ফাউন্ডেশন, মানবিক সংস্থান ও ওয়েষ্ট মিডনাপুর সাইক্লার্স ক্লাব এই চারটি সংস্থার উদ্যোগে। সংস্থা পক্ষ থেকে সুলতানপুর এলাকার ২৪০ টি পরিবারের হাতে ত্রাণ তুলে দেওয়া হয়।এই কাজে বিশেষ সহহযোগিতা করেন ঘাটালের মহাকুমা শাসক সুমন বিশ্বাস সহ ঘটাল মহাকুমা প্রশাসন এবং বিশিষ্ট সমাজসেবী শিক্ষক মণিকাঞ্চান রায়।ত্রাণবিলির পাশাপাশি এদিন সংগঠনগুলির তরফে ঘাটালের মহাকুমা শাসক সুমন বিশ্বাসের সাথে সৌজন্য সাক্ষাৎ করা হয়। এদিনের ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সমাজসেবী মণিকাঞ্চান রায়,সমাজসেবী অর্পণ লোধা,সংস্থাগুলির তরফে উপস্থিত ছিলেন নতুন ঘোষ,সম্রাট ঘোষ,অনুপম রায়,ঋক চৌধুরী সহ অন্যান্যরা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...