আটপৌরে কবিতাগুচ্ছ ~ ১৯/৪ || "আই-যুগ"-এর কবিতা
দেবযানী বসু || Atpoure poems 19/4 Debjani Basu
আটপৌরে ১৯/৪
১. পেন্সিলরা সৈনিক সেজেছিল
গুহাচিঠি। সূর্যাস্ত। নিঃসঙ্গতা।
মুঠোফোনে
চেনাজানা আত্মার বাকি টুকরো।
২. ফাঁক পেলেই ছোবল
বৃন্তশিখর। সিক্তরুমাল। ট্রুটিফুটি।
ব্যানানাগন্ধী
প্রতিবারই আঙুলের ডগায় ফোকাসিত।
৩. দেশোয়ালি সাঙাৎ
ছোবল। বলহীনতা। ঠোঁটমিতা।
গর্জন
ঘুম ভাঙা আগ্নেয়গিরি প্রবল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন