আটপৌরে কবিতাগুচ্ছ ~ ১৯/২|| "আই-যুগ"-এর কবিতা
দেবযানী বসু || Atpoure poems 19/2 Debjani Basu
আটপৌরে ১৯/২
১. কোলে তুলি সেতারলীনাকে
টেবিলমেলা। নবপ্রচ্ছদ। কমলালাভ।
বৃহস্পতিসিদ্ধ
শরীরের রিরিময়তা কচুগাছেরও আছে।
২. নিপাতনে সিদ্ধ গ্লিসারিন
অলোকদৃষ্টি। অলোকশব্দ। অলোকভাষা।
জীবন্তমমি
পরীক্ষার উপযুক্ত পাবহাউস পাবে।
৩. কমলযোনিকে কাঁদতে নেই
শ্যাওলাজ্যোৎস্না। স্নানজ্যোৎস্না। হেঁয়ালিজ্যোৎস্না।
গ্যালোপিং -ক্ষুর
রোদতরঙ্গের আওয়াজ লবণজল ভাঙে।
টেবিলমেলা। নবপ্রচ্ছদ। কমলালাভ।
বৃহস্পতিসিদ্ধ
শরীরের রিরিময়তা কচুগাছেরও আছে।
২. নিপাতনে সিদ্ধ গ্লিসারিন
অলোকদৃষ্টি। অলোকশব্দ। অলোকভাষা।
জীবন্তমমি
পরীক্ষার উপযুক্ত পাবহাউস পাবে।
৩. কমলযোনিকে কাঁদতে নেই
শ্যাওলাজ্যোৎস্না। স্নানজ্যোৎস্না। হেঁয়ালিজ্যোৎস্না।
গ্যালোপিং -ক্ষুর
রোদতরঙ্গের আওয়াজ লবণজল ভাঙে।
অলোকশব্দময় ডুব সাতকথা
উত্তরমুছুনযোনিপদ
গ্লিসারিন কাঁদছে জ্যোৎস্নাময় কবিতায়।