বুধবার, ১১ আগস্ট, ২০২১

আটপৌরে কবিতাগুচ্ছ ~ ১৭/১ || "আই-যুগ"-এর কবিতা দেবযানী বসু || Atpoure poems 17/1 Debjani Basu

 আটপৌরে কবিতাগুচ্ছ ~ ১৭/১ || "আই-যুগ"-এর কবিতা

দেবযানী বসু || Atpoure poems 17/1 Debjani Basu





আটপৌরে ১৭/১

১. দুধ ঝরানো আকাশ

ওমকাতরতা। কঞ্চুলিকা । অন্তরাল।
                  দেখা
যায়না গভীর আকাশ কাঁদলে।

২. অকামসাধক

ধুনকিপ্রধান। মেঘবিনিময় । সর্বহারা।
                ব্যাঙাচি
কবির ডাকে শ্রাবণ কাঁদে।

৩. মূলস্রোতের শেওলা

অবসাদ। প্রশংসাবাদ। হৃতজমি।
             ঝরছি
রমণজলসায়, নীরব থাকিনি, অঝোর।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...