আটপৌরে ১৫-২০ || সুদীপ বিশ্বাস-এর কবিতা, Atpoure 15-20, by Sudip Biswas
আটপৌরে কবিতা
১৫.
জলছন্দ
তিমিরভেদী। বিদ্যুতশিখা। ঝিল্লিঝনক।
মেঘমল্লার
ঝরোঝরো ধারে ভিজিবে আঁচল।
১৬.
বর্ষামঙ্গল
শ্রাবণমাসে। আষাঢ়গগনে। বাদলধারা।
কুঞ্জবীথিকা
কালিমাখা মেঘে পাগল পারা।
১৭.
দেহভার
কোমরবন্ধ। কলস্বনা। ঝরণাতলা।
ঘননীলবাস
নিতম্বরাগ গর্ভকেশরে মায়ার খেলা।
১৮
প্রচীয়মান
নবপ্রেমরাগ। মধুরাত।বাহুডোর।
পুরাতনপ্রেম
ভেসে যায় আসে ভোর।
১৯
বটঠাকুর
পত্রভারে। মৌনীমনের। কথা।
বৃক্ষদেবতা
অবিরাম শুধু ঝুরিনামা কথকতা।
২০.
বিকচবকুল
কিরাপুষ্প। ছিঁড়াপুষ্প। আনাঙ্গাকা।
মধুগন্ধা
কায়া যায় থাকে পরমায়া।
কলস্বনা হয়ে যায় কবি উপলে উপরে।
উত্তরমুছুন