রবিবার, ১ আগস্ট, ২০২১

আটপৌরে কবিতা ৮১৪-৮১৬ || অলোক বিশ্বাস Alok Biswas || "i-যুগ"-এর কবিতা || Atpoure poems.

 আটপৌরে কবিতা ৮১৪-৮১৬ || অলোক বিশ্বাস Alok Biswas || "i-যুগ"-এর কবিতা || Atpoure poems.





আটপৌরে কবিতা : অলোক বিশ্বাস

৮১৪.
নাসারন্ধ্রের সরল তত্ত্বগুলোকে
লোকেরা
চটকে রাজনৈতিক তত্ত্ব বানায়।
৮১৫.
মৃৎপাত্রটি ঈশ্বরের ছিলো
চিনতে
না পেরে গুঁড়িয়ে দিয়েছি।
৮১৬.
ঈশ্বরকে আঁকড়াতে গিয়ে
আমি
নিজেকে উলংগ কোরে ফেলছি

1 টি মন্তব্য:

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...