নীলিমা সাহা-র আটপৌরে 166-168
নীলিমা সাহা //Nilima Saha, Atpoure Poems
নীলিমা সাহার আটপৌরে
১৬৪) বোল ধরেছে বোধিবৃক্ষে
দোহারায়
ধরেছে বেঁচে থাকার আর্তনাদ
১৬৫) গোধূলি গুমরে উঠছে
অশ্রুত-মন্ত্র
আরতি করে চামর দোলায়
১৬৬) ভাড়াটে মুখ চারদিকে
শতচক্ষুর
জোনাক-আলো, বাতাসের ধার ,স্তব্ধ-তাপ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন