শুক্রবার, ৩০ জুলাই, ২০২১

Z - চেতনার কবিতা || অরুণ দাস

  Z - চেতনার কবিতা || অরুণ দাস

..............................




Z - চেতনার কবিতা

..............................


পঁয়তাল্লিশ .


মাতাল সন্ধ্যায় এ মৃত্যু এঁকে রাখি চোখের জলে ।

........................


১.


চূর্ণী, আজ স্বপ্নহীন সন্ধ্যা ৷ সে সব সাহস সহসা যেন সরে গেছে ৷ তোকে ছুঁয়ে সে সব আকীর্ণ আঁকিবুকি আজ 

নেই ৷ নেই শরীর জুড়ে বিষ্ময় বৃষ্টি৷ তলের ঠিকানা জেনেও অতলস্পর্শী হয়ে যাওয়া মুগ্ধ খেয়ালে ৷ আজ হৃদয় জুড়ে শুকিয়ে যাওয়া হ্রদ ৷ পনবন্দী পাথরে এঁকে রাখা সবুজ আঘাত কিংবা আদরও৷ কত সুপ্ত, গুপ্ত আমাদের সেই গুহাজীবনের কথা ৷ আজ অস্তগামী সূর্যে ঝলমল করে ওঠে পাথুরে পা ৷ লালচে হলুদ পাথুরে গা ৷

আজ স্বপ্ন যেন স্বপ্নহীন সোহাগে শিখে যাওয়া মৃত্যুর নাম ৷


২.


সে সব সাধ সাধ্যহীন স্বপ্নের মতো, ঝুলে থাকা ঝরনা ৷ সিন্ধু না হতে পারা বিন্দু বিন্দু জলে চুমো খাওয়া বাতাস ৷ আজ উচ্চারণ যেন উদাস বাউলের  একতারা৷

তারা হীন তারাদের আকাশে শুধু আমি নেই ৷ স্বপ্নালু সোহাগে স্বপ্নবোনা তুই শুধু  শুকতারা৷


৩.


চূর্ণী, মৃত্যু যেন এক খেলা,

ফ্রেমবন্দী জীবনের চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া ৷

আর চমৎকার চোখে দ্রুত মানিয়ে নেওয়া অন্ধকার ৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...