Z - চেতনার কবিতা || অরুণ দাস
..............................
Z - চেতনার কবিতা
..............................
চুয়াল্লিশ.
রাত পাখিদের কথা
...............................
১.
চূর্ণী , কোনো কিছুই থেমে থাকে না কারো জন্য ৷ এই যে শূন্যতা, মায়া ছেড়ে যাওয়া যত্নকোল ৷ কাঁচা মাটির অহংকারের মতো তা ও একদিন চোখের আড়ালে হারিয়ে যায় ৷ অজানা দেশ ৷ অজানা সমুদ্র ৷ গোধূলী রঙ মেঘে আবার নতুন করে ভেসে ওঠা ৷ শেকড়ে শেকড়ে চিনে নেওয়া রাতের বৃষ্টি৷
বৃষ্টিভরা রাত ৷
সজল চোখ চেয়ে থাকে,
স্বজনহীন অন্ধকারে ৷
২.
এই যে ভাষাহীন ভেসে থাকা ৷
বিষ্ময় আগুন ছুঁয়ে লিখে রাখা তৃতীয় চোখে ৷
এই যে দূর থেকে অনায়াসে ছুঁয়ে ফেলি আকাশ ৷ এর কোনো গূঢ় অর্থ নেই ৷ রাতচরা নৌকোরা ফিরে আসে শরীরী বন্দরে ৷ শুয়ে থাকে শব্দহীন আদর বাতাস ছুঁয়ে ৷
.............
চূর্নী, আজ অনায়াসে ভেঙে ফেলি শব্দহীন শরীর ৷
পলাশরঙা রূপকথা লিখে ফেলি মৌন মাটির গভীরে ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন