অরুণ দাস || Z - চেতনার কবিতা
চল্লিশ .
হৃদয়ে লেখা ডায়েরী
.............................
রাত পরীরা জেগে ওঠে ... বৃষ্টিভেজা নিখোঁজ মনের কোনে৷ জ্যোৎস্না হাসে নিঝুম রাতে ৷
সাজাই গোপন বর্ণ
মাছগন্ধী মেয়েদের
ঘুমহীন রাতের গন্ধে
পলক পড়বে না জেনেও
নিঃস্পলকে
ছুঁয়ে ফেলি স্পর্শসুখ
মনের খবর রাখা
সেই দুষ্টু মেযে
মরা পাথরে
এঁকে রাখে
ময়ূবীস্পর্শ
..... তোমাকে লিখি
শুধু স্পর্শে নয় ,
অনুভবেও ভালোবাসা হয় ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন