অরুণ দাস || Z - চেতনার কবিতা
Z - চেতনার কবিতা
..............................
ছত্রিশ .
১.
হয়তো সব পথ একদিন শেষ হবে বলেই .... শান্ত সমুদ্র অনায়াসে ভিজিয়ে দেয় সোনালী সৈকত ৷
ভালোবাসাহীন নিশ্চিত পাখির ডাকে উন্মাদ বৃষ্টি মুছে দেয় পথ ৷
আজ দুচোখ ভরে ভেসে যাই জোয়ারের ডাকে ৷
মাতাল গানে চৌচির হতে হতে শিখি .... সে সব প্রাণহীন দিনলিপি৷
............
সমুদ্র একদিন চিনে নেয় গোধূলির
আকাশ ৷ ভাঙা মেঘের মধ্যে অনায়াসে হারিয়ে যায় , দিন শেষের আলো ৷
২.
আজ, লালচে আভামাখা গালে , তোর
এই যে লাজুক ঝরে পড়া ..... লিখে রাখি ভেজা বালির অক্ষরে ৷
হাঁটি, হাঁটতে থাকি
নিঝুম অন্ধকারে
.....বুকের মধ্যে যতটা অন্ধ মেঘ জমলে , স্বপ্ন ছুঁয়ে হারিয়ে যাই তোর ঘুমের অতলে ৷
সাঁইত্রিশ .
১.
চূর্নী, আজ সেই উদ্দাম নদী জেগে ওঠে
উচ্ছ্বল যৌবন
পাখির চেয়েও প্রেমময়
প্রতিবিম্ব
পূর্ণ মেঘ ও কুয়াসা
শরীর জুড়ে সারি সারি
হোটেল ৷
ছিমছাম ছায়ালাপ
ছুঁয়ে ফেলে আগুন আগাছা ৷
উধাও জৌলুস
ঝলমলে হয়ে ওঠে যুবতী
সকালে ৷
সিঁড়ি বেয়ে নেমে আসা
তৃষ্ণার্ত চোখ
গূহ্য গুহা
নিকষ অন্ধকারে ছুয়ে ফেলে
ইচ্ছেঘুম ৷
.... তুই , শুধু তুই জানিস চূর্ণী
কাকেরা কেন কাকভোরে ছুঁতে চায় আশাহীন অন্বেষণ ?
২.
সরু সুড়ঙ্গ বেয়ে নিভৃতে নামে
সরীসৃপ শরীর
আজ যেন শেষ নিশ্বাস ভরে নিই,
খোলা আকাশের নিচে
অন্ধ সময় হারাতে চায়
ঝুপ করে নেমে আসা
অন্ধকারে ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন