অরুণ দাস || Z - চেতনার কবিতা
Z - চেতনার কবিতা
..............................
তেত্রিশ .
সোহাগ মাখা হৃদয় চঞ্চল
জীবন যেন শেখানো পাখির
ছল ৷
..........................
১.
তোর সূর্য হলুদ স্রোতে ছুঁয়ে ফেলি আদিম স্পর্শ ৷মূক সন্ধ্যে খুলে নেয় শীতের
পোশাক ৷
জীবন যেন পাথুরে পথ
বরফের চাদর থেকে ঠিকরে পড়া আলো৷এ আগুন জ্বেলে দিই শীত সোহাগে ৷ ঠান্ডা হাওয়ায় ছুঁয়ে ফেলি মৃত্যু মরুভূমি ৷ সোহাগ ঋতুদের হাতছানি ভুলে নিশ্চিন্তে ঘুরে আসি দিব্যপথ৷
২.
চূর্ণী, জীবন যেন অনাসক্ত
অপূর্ব চাঁদ
হতাশ হৃদয় খুলে
লিখে রাখি
স্বপ্নের রাত ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন