বুধবার, ২১ জুলাই, ২০২১

অরুণ দাস || Z - চেতনার কবিতা

 অরুণ দাস || Z - চেতনার কবিতা



Z - চেতনার কবিতা

..............................


বত্রিশ .


বর্ণহীন ইতিহাস,

শুধু স্বপ্নে মেলা থাক ৷

..................................


১.


চূর্নী, ইতিহাস তার গর্ভগৃহ খুলে দিল অনায়াসে ৷ দূর আস্তানায় আমাদের বিবর্ন দিনলিপি ৷ তোর চোখ ধাঁধানো  বুকের ভূগোল ৷ স্তনের টুকরো দিয়ে সাজানো কবেকার একগুচ্ছ ছবি ৷ উপচে পড়া দুপুর৷ টলোমলো সবুজ জল ৷ তোর ফেলে আসা পায়ের ছাপ ৷

সন্দর্পনে

মন উড়ে যায় অতীত স্বপ্নের 

                                 কোনে৷


২.


আজ অনায়াসে ভাঙি 

                     নিজেকে

নীল হয়ে যাওয়া স্বপ্নগুলো

খরস্রোতা রূপোলী স্রোতে

উধাও আর্তনাদ

.....তারপর স্মৃতির দৃষ্টি ভেঙে

নিশ্চিতে হারিয়ে যাই

পরিযায়ী পাখিদের ঠিকানায়৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...