অরুণ দাস || Z - চেতনার কবিতা
Z - চেতনার কবিতা
..............................
আটাশ .
চোখ খুললেই....অন্তহীন গুহা
পাহাড় শেখায় বাতাসের ঘুম
প্রকৃতি যেন হাঁটাপথ
খেয়ালী মনে জমা ইতিহাস।
খুঁজতে খুঁজতে একদিন
খুঁজে নিই,
পাথরের ঘুমের মধ্যে
লুকিয়ে থাকা
উধাও দুপুর ৷
রাস্তা লেখে
ধূলোমাখা
উদ্দাম বৃষ্টিঘুম ৷
ঊনত্রিশ .
অপার্থিব রং তোর শরীর
জুড়ে
মৃত্যুঘন্টা ঢেকে রাখি
বরফের কোলে
নিঃশ্বাসে চিনে ফেলি অপেক্ষা
অপেক্ষার আগুন ৷
বুকের পাহাড়ে পা ফেলা
ইচ্ছেডানা...
একাকী আজ
নির্জন গাছের ছায়ালাপ
খুলে দেখি
শরীর জুড়ে সাজানো
সবুজ ঘাসের মাঠ ৷
.................
চূর্নী, তোর বরফ প্রানে লেখা
অক্ষর
নিভৃতে আঁকা নীল আকাশের
ভোর ৷
ত্রিশ .
আজ বুনো গাছের গন্ধে নেমে আসে অন্ধকার ৷ এক ইশারায় মায়াবী বনে উঠাও হই ৷
অপার্থিব অন্ধকার ছুঁয়ে যায় পাখিরা ৷ চাঁদ ভেজা অগুনতি সবুজ ৷ বুকের আদর ছুঁয়ে জমা অন্ধকার ৷ ভেজা স্বপ্নে ছুঁয়ে থাকে ছায়া ৷ চেনা পথ জুড়ে অদ্ভুত স্তব্ধতা ৷ আমাদের ডুব সাঁতার ৷ কুয়াসা ছোঁয়া নদী৷
.........
চূর্নী, তোকে ছুঁয়ে একডুব জংলি চুপকথা ৷ বৃষ্টি নামুক খেয়ালী ঠোঁটে ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন