অরুণ দাস || Z - চেতনার কবিতা
Z - চেতনার কবিতা
..............................
পঁচিশ .
অবাক মেঘ ঘিরে আছে
স্বপ্নকে
বাকরুদ্ধ ঘুম ভেঙে গেলে
রাত নেমে আসে, নীলাকাশে ৷
নদীর শব্দে জেগে ওঠে
চেনা ঘাস ৷
ছাব্বিস .
চূর্নী, স্বপ্ন যেন শৈশবের ঘুম
ফুলেল ভোরে শরীরী
তুষারপাত
মাথার আকাশ ভেঙে ,
অন্ধ সোহাগ ছুঁয়েছে যে
তাঁবুর গন্ধ ৷
সাতাশ .
আজ পর্ণমোচী ভোরে
বজ্র নামুক
বরফ মাখা স্তনের গভীরে ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন